• ২২ অক্টোবর ২০২৪ | ৬ কার্তিক ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ভারত খারাপ খেললে গম্ভীরের ‘আসল চরিত্র’ দেখবো: তামিম

প্রকাশিত: ১১:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ভারত খারাপ খেললে গম্ভীরের ‘আসল চরিত্র’ দেখবো: তামিম

ভারত খারাপ খেললে গম্ভীরের ‘আসল চরিত্র’ দেখবো: তামিম

‘যখন আপনি জিতছেন থাকবেন, তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। যখন আপনি একটি সিরিজ হারবেন, তারপর আরেকটা হেরে যাবেন, তখনই আসল চেহারা বেরিয়ে আসবে। নিঃসন্দেহে তিনি একজন সক্ষম ব্যক্তি। তবে এখনই বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ভারত একটা ম্যাচ বাজে খেলুক,  তারপর দেখা যাবে কী বের হয়।’
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্পর্কে নিজের মূল্যায়নে এ কথাগুলোই বলেন তামিম ইকবাল। টাইগারদের সাবেক অধিনায়ক বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যের এক পর্যায়ে দেওয়া এমন মন্তব্যে দিয়ে রাখলেন সতর্কবার্তা।

গত জুলাইতে রাহুল দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে ভারতের দায়িত্ব নেন গম্ভীর। শ্রীলংকা সফরে তার দল স্বাগতিকদের টি-২০ সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। ওয়ানডে সিরিজে লঙ্কান স্পিনারদের বিপক্ষে একেবারেই সুবিধা করতে পারেনি সফরকারীরা, ২-০ ব্যবধানে হেরে যায়। চেন্নাইতে বাংলাদেশের বিপক্ষে ২৮০ রানের বড় ব্যবধানে জয়ে সাবেল এই ওপেনারের টেস্ট যাত্রার সূচনাটা ভালো হয়েছে।

ঘরের মাঠে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। এরপর নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছেন তিন ম্যাচ টেস্ট সিরিজ। বিশ্রামের ফুসরত গম্ভীরের শিষ্যদের তাতেও মিলছে না। অস্ট্রেলিয়া সফরে তারা খেলবে ব্লকবাস্টার বর্ডার-গাভাস্কার ট্রফি। 

গম্ভীরের কোচিং সম্পর্কে ধারাভাষ্যে থাকা ভারতের সাবেক উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেলও তার মতামত জানান। তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর অধীন ভারত যে সাফল্য পেয়েছে, আপনি সেটাই বয়ে নিয়ে যেতে পারেন। কোনো কিছু বদলে না ফেলার সুযোগ আপনার আছে। তবে একইসঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে কাজটা নিজস্ব উপায়ে করতে হবে। ড্রেসিংরুম থেকে যেসব খবর পাচ্ছি, তারা স্বচ্ছন্দ্যেই আছে এবং সবার মধ্যে টেস্ট জয়ের সংকল্প আছে।’

‘অতিরিক্ত চাপ না থাকলে আপনি আরও ভালো পারফর্ম করার দিকে মনোযোগী হবেন। সবাই জানি, তিনি দলকে একদম পরিষ্কার বার্তা দিয়ে থাকেন। সেখানে অস্বচ্ছতার কিছু নেই। হয় কালো, নয়তো সাদা। এ কারণেই ভারত তাদের খেলার ধরন নিয়ে খুব নিশ্চিত থাকে।’