• ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

হাসানের পর উইকেট শিকারে শামিল নাহিদ-মিরাজ, বিপদে ভারত

প্রকাশিত: ০৯:২২, ২০ সেপ্টেম্বর ২০২৪

হাসানের পর উইকেট শিকারে শামিল নাহিদ-মিরাজ, বিপদে ভারত

হাসানের পর উইকেট শিকারে শামিল নাহিদ-মিরাজ, বিপদে ভারত

হাসান মাহমুদ বল হাতে বিধ্বংসী হয়ে ওঠায় ক্রিজে দাঁড়িয়ে চার সতীর্থকে ড্রেসিং রুমে ফিরতে দেখেছেন। একপ্রান্ত আগলে রেখে দৃঢ় মানসিকতা দেখিয়ে তুলে নিয়েছেন ফিফটি।  ভারতের ত্রাতা হয়ে ক্রিজে রয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। তিনি লোকেশ রাহুলকে নিয়ে লড়ে যাচ্ছিলেন। নাহিদ রানার বলে প্রথম স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়ে খানিক আগে সাজঘরে ফিরেছেন। 
এর কিছুক্ষণ পর মেহেদী হাসান মিরাজের দলে শর্ট লেগে থাকা জাকির হাসানের ক্যাচে পরিণত হয়ে ১৬ রানে মাঠ ছেড়েছেন লোকেশ রাহুল। তাতেই বিপদে পড়েছে ভারত। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেন্নাই টেস্টের প্রথম দিন টসে হেরে ব্যাটিংয়ে নামা টিম ইন্ডিয়ার সংগ্রহ ৬ উইকেটে ১৪৯ রান। রবীন্দ্র জাদেজা ৪ ও রবিচন্দ্রন অশ্বিন এক রানে রানে ক্রিজে আছেন। বল হাতে ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার হাসান মাহমুদ। একটি উইকেট ঝুলিতে ভরেছেন নাহিদ ও মিরাজ।  

পঞ্চম উইকেটে রাহুলের সঙ্গে ৪৮ রানের জুটি গড়ার পর আউট হন ৫৬ রান করা জয়সওয়াল। তিনি নাহিদ রানার ১৪৮ কিলোমিটার গতির ফুল লেন্থের চতুর্থ স্টাম্প বরাবর ডেলিভারিটি পেছনের পায়ে খেলতে গিয়েছিলেন। বল ব্যাটে লেগে সরাসরি সাদমানের হাতে চলে যায়।    

টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্তের সার্থকতা প্রমাণে সক্ষম হয়েছিল বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের আগুন ঝরানো বোলিংয়ে টেস্টের প্রথম ঘণ্টায় ভারত রীতিমতো চাপে পড়ে যায়। মাত্র ৩৪ রানের মধ্যেই তারা টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারায়। 

এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দীর্ঘ ৪২ বছর পর টেস্টে কোনো দল টসে জেতার পর ফিল্ডিং বেছে নেয়ার নজির গড়ে বাংলাদেশ। ১৯৮২ সালের ১৩ জানুয়ারি চেন্নাইতে (তৎকালীন মাদ্রাজ) স্বাগতিকদের সঙ্গে খেলতে নামা ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছিল। টেস্টটি শেষ পর্যন্ত ড্র হয়। এরপর ভেন্যুটিতে একটানা ২০ টেস্টে টস জয়ী অধিনায়ক বারবার আগে ব্যাটিং করাটাই সঠিক বিবেচনা করেছিলেন।

লাল মাটির পিচে হাসানের বোলিংয়ের সামনে কাঁপতে থাকে ভারত। তার লেন্থ বলে কোণাকুণি শট খেলতে চেয়েছিলেন ৬ রান করা রোহিত শর্মা। বল স্বাগতিক দলের অধিনায়কের ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা টাইগার অধিনায়ক শান্তর তালুবন্দি হয়। দলীয় ১৪ রানে স্বাগতিকরা প্রথম উইকেট হারায়। 

রানের খাতা না খুলেই ক্রিজ ছাড়েন শুভমান গিল। তিনি লেগ স্টাম্পের বাইরের বল চালাতে গিয়ে ভুল করে বসেন। ব্যাটে বল লাগার পর তা লিটন দাসের গ্লাভসে জমা পড়ে। হাসানের প্রায় ১৩৪ কিলোমিটার গতির ফুল লেন্থ ডেলিভারিটি ড্রাইভ করতে চেয়েছিলেন ৬ রান করা বিরাট কোহলি। শর্ট নির্বাচনে ভুল করে বসলে বল তার ব্যাটে লাগার পর উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দি হয়।

দলীয় ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া স্বাগতিকদের উদ্ধারের চেষ্টা করেন জয়সওয়াল-পান্ট জুটি। চতুর্থ উইকেটে তারা ৬২ রান যোগ করেন। ওয়ানডে মেজাজে খেলতে থাকা পান্ট ৫২ বলে ৬ চারে ৩৯ রানের ইনিংস খেলার পর আউট হন। হাসানের অফ স্টাম্পের বাইরের বল কাট শট খেলতে গিয়ে তিনি লিটনের গ্লাভসে ধরা পড়ে ফেরেন। 

ক্রিজ ছাড়ার সময় নিজের উপর রাগান্বিত পান্টকে শূন্যে ব্যাট চালাতে দেখা যায়। ড্রেসিং রুমে বসে থাকা ভারতের কোচ গৌতম গম্ভীরকে এ সময় মাথা নিচু করে থাকতে দেখা যায়।