• ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ভারতের বিপক্ষে ফল নিয়ে ভাবার ‘মুহূর্ত’ জানালেন শান্ত

প্রকাশিত: ০৯:৪৬, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতের বিপক্ষে ফল নিয়ে ভাবার ‘মুহূর্ত’ জানালেন শান্ত

ভারতের বিপক্ষে ফল নিয়ে ভাবার ‘মুহূর্ত’ জানালেন শান্ত

সম্প্রতি পাকিস্তানের মাটিতে তাদেরকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর বাংলাদেশকে সম্মান দিয়েই কথা বলছে ভারত। দলটির কোচ গৌতম গম্ভীর টাইগারদের নিকট অতীতের পারফরম্যান্সকে সম্মান জানালেও ভয় না পাওয়ার কথা স্পষ্টভাবেই বলেছেন। সফরকারী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ইতিবাচক মানসিকতা ধরে রেখেই লড়াই জমাতে চাইছেন। ফলাফল নিয়ে কখন ভাববেন, সেই সময়টাও উল্লেখ করলেন।
চেন্নাইতে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগের দিন বুধবার সংবাদ সম্মেলন হাজির হন শান্ত। ফলাফল নিয়ে তিনি বলেন, ‘ফল নিয়ে যদি বলেন পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা থাকবে। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করবো।’

টিম ইন্ডিয়ার বিপক্ষে আগের ১৩ টেস্টের একটিতেও জেতেনি বাংলাদেশ। বৃষ্টির কল্যাণে দুটি ড্র হলেও বাকি ১১টিতে জুটেছে পরাজয়। ভারতের মাটিতে তিন টেস্টের সবকটিতে বড় ব্যবধানে হারের তিক্ত অতীত সত্ত্বেও জয়ের লক্ষ্যেই টাইগাররা খেলতে নামবে বলে জানান দলটির অধিনায়ক। 

‘অবশ্যই। সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে, আমরা প্রতিটি ম্যাচটা জিতবো। সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করবো।’

‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। আমাদের এটা অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটি নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারবো। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’

টেস্ট মর্যাদা পাওয়ার ২৪ বছর পেরিয়ে গেলেও ফরম্যাটটিতে আশানুরূপ ভালো খেলেনি বাংলাদেশ।  ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে ঘরের মাঠে হারালেও তা বিচ্ছিন্ন সাফল্য হিসেবেই বিবেচিত হয়। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সাদা পোশাকের ক্রিকেটে নতুন বাংলাদেশের বার্তাই যেন দিয়েছে। ধারাবাহিক সাফল্য বড় দলগুলোর সঙ্গে বেশি ম্যাচ খেলার সুযোগ বাড়াবে বলেই আত্মবিশ্বাসী শান্ত। 

‘অবশ্যই এ ধরনের সিরিজ যদি ভালো করতে পারি, প্রতিটি দলই হয়তো আমাদের সঙ্গে আররো বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। এটা একটা অনেক বড় সুযোগ যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আশা করি বাংলাদেশ দল এখন যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে, আমার মনে হয় সব দল আমাদের সঙ্গে খেলার ব্যাপারে আগ্রহী হবে।’

বাংলাদেশ দলের ক্রিকেটাররা আগের মতো আবেগপ্রবণ নেই এবং সেই পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে খেলোয়াড়রা আগের চেয়ে পেশাদার হয়ে উঠেছে বলেও জানান টাইগার অধিনায়ক। তার ভাষ্য, অনেকেই ১০-১৫ বছর ধরে খেলছে। বেশির ভাগই অভিজ্ঞতাসম্পন্ন, তাই কয়েক বছর ধরে কেউ সেভাবে আবেগাক্রান্ত হয় না।’ 

‘আমরা এখন নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারি। শুধু নিজেদের খেলা নিয়েই ভাবি। হারলে কিংবা জিতলে কী হবে, সেটা নিয়ে ভাবি না। নিজেদের শতভাগ উজাড় করে দেওয়ার চেষ্টা করি।’