• ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

চেন্নাইয়ের পিচ নিয়ে যা বললেন টাইগার অধিনায়ক

প্রকাশিত: ০৯:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাইয়ের পিচ নিয়ে যা বললেন টাইগার অধিনায়ক

চেন্নাইয়ের পিচ নিয়ে যা বললেন টাইগার অধিনায়ক

প্রায় এক শতাব্দী পুরনো চেন্নাইয়ের চিপকে অবস্থিত এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পিচ স্পিন বান্ধব হিসেবেই পরিচিত। ভেন্যুটিতে লাল এবং কালো দুই ধরনের মাটির পিচই রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আসন্ন টেস্টটি সম্ভবত লাল মাটির পিচে গড়াবে। 
এ রকম পিচে সাধারণত কম জল শোষণ করে এবং দ্রুত শুকিয়ে যায়। যার ফলে তাড়াতাড়ি উইকেটে ফাটল ধরে। বিশেষ করে ম্যাচের শুরুতে উল্লেখযোগ্য বাউন্স পাওয়া যায়। 

চেন্নাইতে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগের দিন বুধবার সংবাদ সম্মেলন হাজির হন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের অধিনায়ককে স্বাভাবিকভাবেই পিচ নিয়ে জানতে চাওয়া হয়েছিল। টাইগার কাপ্তান অবশ্য দিলেন বেশ সাবধানী উত্তর, ‘উইকেট যতটুকু দেখে বুঝেছি,ভালো একটি উইকেটই হবে। খুব বেশি স্পিন বা পেস বোলিং সহায়ক কিনা, এটা নিয়ে কথা বলতে চাই না।’

অতীত বলছে, ম্যাচ যত গড়ায় লাল মাটির পিচ স্পিনারদের সহায়তা করতে শুরু করে। পিচ দ্রুত ভেঙে পড়তে শুরু করে, টার্ন এবং অপ্রত্যাশিত বাউন্স বোলাররা পান। এরই মাঝে অবশ্য তৈরি হয়েছে পিচের আচরণ পরিবর্তনের শঙ্কা। 

গত কয়েকদিনের তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে থাকায় পিচের উপর এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছেন চেন্নাইয়ের পিচ কিউরেটর ভি রমেশ কুমার। তিনি জানান, প্রত্যাশিত সময়ের আগে উইকেট দ্রুত ভেঙে যাওয়ায় স্পিনাররা পেতে পারেন বাড়তি সুবিধা। মিরপুরে স্পিননির্ভর পিচে বাংলাদেশের ভালো অভিজ্ঞতা রয়েছে। 

গত মঙ্গলবার কালোমাটির পিচে অনুশীলন করেন রোহিতরা। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে কালো মাটির পিচে খেলা গড়াবে কিনা, এ ব্যাপারে তথ্য পাওয়া যায়নি।