• ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

বাংলাদেশকে সম্মান জানাই, কাউকে ভয় পাই না: গম্ভীর

প্রকাশিত: ০৯:৪১, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশকে সম্মান জানাই, কাউকে ভয় পাই না: গম্ভীর

বাংলাদেশকে সম্মান জানাই, কাউকে ভয় পাই না: গম্ভীর

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশকে অভিনন্দন জানালেন গৌতম গম্ভীর। সম্প্রতি পাকিস্তানের মাটিতে তাদেরকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর প্রতিপক্ষকে সম্মান প্রদর্শনের কথা প্রকাশ্যেই বললেন ভারতীয় ক্রিকদেট দলের প্রধান কোচ। টাইগারদের কৃতিত্ব দেওয়ার পাশাপাশি সতর্ক বার্তাও তিনি দিয়ে রাখলেন। 
চেন্নাইতে প্রথম টেস্ট মাঠে গড়ানোর আগের দিন বুধবার সংবাদ সম্মেলন হাজির হন গম্ভীর। প্রতিপক্ষকে নিয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশকে অভিনন্দন জানাই পাকিস্তানে ওদের পারফরম্যান্সের জন্য। তবে এটা নতুন সিরিজ, নতুন প্রতিপক্ষ। আমাদের জন্য আমাদের সেরা ক্রিকেটটা খেলা জরুরি, এটাই গুরুত্বপূর্ণ।’

‘আমরা কাউকে ভয় পাই না, কিন্তু সবাইকে সম্মান করি। আমি এটা খুব করে বিশ্বাস করি। আমরা বাংলাদেশকে সম্মান করি। আমরা যে ধরনের ক্রিকেট খেলতে চাইব, সেটাই খেলব। আমাদের সবটা দিতে চাই। কারণ, চ্যাম্পিয়ন দলগুলো এটাই করে। ওরা প্রতিপক্ষের দিকে তাকায় না। ওরা ম্যাচ নিয়ন্ত্রণ করে, যেভাবে খেলতে চায়, সেভাবেই খেলে থাকে। আগে যেটা বললাম, বাংলাদেশকে আমরা সম্মান করি এবং সেটা থাকবে।’
  
সফরকারীদের টেস্ট স্কোয়াডে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন। সাকিব আল হাসান, মুশফিকু রহিম ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে গম্ভীর তাই আলাদাভাবেই বললেন। 

‘বাংলাদেশের বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার আছে। সাকিবের অভিজ্ঞতা আছে, মুশফিকেরও। তাদের খুব ভালো বোলিং আক্রমণ রয়েছে, মেহেদীও আছে। বুঝতেই পারছেন, বাংলাদেশের অনেক প্রতিভা আছে। তবে আমাদের জন্য প্রথম বল থেকে সতর্ক থাকতে হবে।’

এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত।  বাংলাদেশ সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হবে।