• ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ভারতের রেকর্ড, ফর্ম ও শক্তি বাংলাদেশের বিবেচনা করা উচিৎ

প্রকাশিত: ১০:০২, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ভারতের রেকর্ড, ফর্ম ও শক্তি বাংলাদেশের বিবেচনা করা উচিৎ

ভারতের রেকর্ড, ফর্ম ও শক্তি বাংলাদেশের বিবেচনা করা উচিৎ

টেস্ট ও টি-২০ সিরিজের আগে বাংলাদেশকে সতর্ক বার্তা দিলেন মোহাম্মদ শামি। তার মতে, টাইগারদের বিপক্ষে স্পষ্টতই ফেভারিট টিম ইন্ডিয়া।   
কলকাতায় বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শনিবার রাতে বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় তাহলে ভালো। কিন্তু আমরা ঘরের মাঠে খেলছি। আমাদের রেকর্ড, বর্তমান ফর্ম এবং ভারতীয় দলের শক্তি বাংলাদেশের বিবেচনা করা উচিৎ।’

৬৪ টেস্টে ২২৯ উইকেট পাওয়া ভারতীয় পেসার গোড়ালির অস্ত্রোপচারের পর এখনো ফিট হতে পারেননি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডে অবধারিতভাবেই তিনি ডাক পাননি।

বর্তমানে শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে শামির ভাষ্য, আমি তাড়াহুড়ো করতে চাই না। যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে চাই। এরই মধ্যে বোলিং শুরু করেছি। নিশ্চিত করতে চাই যে, আমার মনে কোনো সন্দেহ নেই এবং আমি যেন কোনো অস্বস্তি বোধ না করি।

গত বছরের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার পর শামি আর কোনো ম্যাচ খেলেননি। প্রায় ৯ মাস ধরে তিনি মাঠের বাইরে আছেন।