• ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

বাফুফে নির্বাচন: সভাপতি প্রার্থী হবেন তরফদার রুহুল আমিন

প্রকাশিত: ০৯:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২৪

বাফুফে নির্বাচন: সভাপতি প্রার্থী হবেন তরফদার রুহুল আমিন

বাফুফে নির্বাচন: সভাপতি প্রার্থী হবেন তরফদার রুহুল আমিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আসন্ন নির্বাচনে তরফদার রুহুল আমিনকে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। জেলা, বিভাগ এবং ক্লাবগুলোর সম্মিলিত ঐক্যমতের ভিত্তিতে তার নাম ঘোষিত হয়। 
রোববার বিকেলে রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে তরফদার রুহুল আমিন নাম সামনে আনা হয়। টাঙ্গাইলের বিএনপি নেতা ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপন ঘোষণায় বলেন, ‘বাংলাদেশের সব জেলা, বিভাগের পক্ষ থেকে আমরা বাফুফের সভাপতি পদে তরফদার রুহুল আমিনের নাম ঘোষণা করছি।’ ঘোষণার পর তরফদার রুহুল আমিন বলেন, ‘আমি এই ঘোষণা সাদরে গ্রহণ করলাম।’

এর আগে গত শনিবার বাফুফে সভাপতি হিসেবে টানা ১৬ বছর ধরে দায়িত্ব পালন করা কাজী সালাউদ্দিন আগামী নির্বাচনে অংশ না নেয়ার কথা জানান। এ ঘটনার ২৪ ঘণ্টা পেরোতেই সভাপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল।

তরফদার রুহুল আমিন বলেন, ‘দেশে ফুটবল উন্মাদনা আর নেই। ফুটবলের আবেগ হারিয়েছে ২০০৮ থেকে। ফুটবল তলানিতে চলে গেছে। ফুটবল এমন জায়গায় চলে গেছে, সেখান থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। ফুটবলকাঠামো নেই। ফুটবল এখন টেবিলে নিয়ে এসেছি।’

‘ফুটবল নিয়ে আমরা ব্যাপক কাজ করেছি ২০১৫-১৬ সাল থেকে। সাইফ পাওয়ারটেকের ব্যানারে আমরা জেলা লিগ করেছি। আমরা প্রচুর খেলোয়াড় সরবরাহ করেছি প্রতিকূলতার মধ্যেও। কিন্তু ফুটবল ফেডারেশন কখনো চায়নি আমরা ফুটবল নিয়ে কাজ করি। ফুটবল যেভাবে এগোচ্ছে, সেটা ঠিক নেই। ফুটবলকে নিয়ে আমরা তামাশা করেছি। বাঙালির আবেগ নিয়ে খেলা হয়েছে। জঘন্য হয়েছে কাজটা।’

‘২০২০ সালে যখন প্যানেল করে এগোতে গেলাম, তারা আমাকে নিয়ে চক্রান্ত করলেন। আমার ব্যবসার ক্ষতি হলো। দেশেও থাকতে পারিনি। সাইফ পাওয়ারটেকের ক্ষতি হয়েছে। সাইফ স্পোর্টিং ক্লাব বন্ধ করে দেওয়া হয়েছে।’

নির্বাচিত হয়ে আসতে পারলে ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আশ্বাস দিয়ে তরফদার রুহুল আমিন বলেন, ‘বাফুফের ওপর কোনো আস্থা নেই। স্পনসর আসে না। টাকা অপব্যবহার হয়। এসএনসি-ফিফার টাকার সঠিক ব্যবহার হয়নি। আর্থিক অনিয়মের কারণে সাধারণ সম্পাদককে ফিফা নিষিদ্ধ করেছে। বাফুফের সিনিয়র ভাইস প্রেসিডেন্টকে ফিফা জরিমানা করেছে। এটা লজ্জাজনক।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তারকা ফুটবলার শফিকুল ইসলাম মানিক, সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাব্বির। বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, ডাকসুর সাবেক নেতা খায়রুল কবির খোকনসহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা, সাবেক খেলোয়াড়রাও এতে অংশ নেন।  

তরফদার রুহুল আমিন বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের অন্যতম সেরা ক্লাব সাইফ স্পোর্টিংয়ের কর্ণধার। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি এবং বাংলাদেশ ফুটবল ক্লাব অ্যাসোসিয়েশনেরও সভাপতির দায়িত্বও তিনি সামলেছেন। এছাড়া চট্টগ্রাম আবাহনীর ফুটবল কমিটির চেয়ারম্যানের পদ থেকে গত আগস্টে তিনি সরে যান।