• ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ম্যাপ ফিচার’

প্রকাশিত: ১৪:৩৪, ১৭ আগস্ট ২০২৪

ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ম্যাপ ফিচার’

ইনস্টাগ্রামে যুক্ত হলো ‘ম্যাপ ফিচার’

তরুণ প্রজন্মের একটা অংশ এখন ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামের সময় ব্যয় করছে বেশি। এ কারণেই অ্যাপটিকে আকর্ষণীয় করতে নিত্যনতুন ফিচার আনতে চাইছে মূল সংস্থা মেটা। নতুন সংযোজন ‘ম্যাপ ফিচার’।
জানা গেছে, নতুন এই ফিচারে ব্যবহারকারীরা যেখানে রয়েছেন সেখানের সঙ্গে সম্পর্কিত টেক্সট বা ভিডিও আপলোড করতে পারবেন। যার মাধ্যমে আপনি কোথায় রয়েছেন তা জানতে পারবেন আপনার ঘনিষ্টবৃত্তে থাকা মানুষেরা। এই আপডেট দেখা যাবে শুধু মাত্র ফলোয়ারের তালিকায় থাকলেই।

একইভাবে আপনি যাকে বা যাদের ফলো করেন তারা যদি লোকেশন আপডেট দেন, তা আপনি দেখতে পাবেন। তবে যে এই ফিচারের সুবিধা পেতে হলে অ্যাপে গিয়ে নিজেকে তা অন করতে হবে। যদিও আপাতত পরীক্ষামূলকভাবে আসছে এই ফিচার।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি রিলের ক্ষেত্রে নয়া ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এতদিন রিল তৈরির সময় পছন্দের একটি গান ব্যবহার করা যেত। কিন্তু এবার এক রিলে ব্যবহার করা যাবে একাধিক গান। ভাবছেন তো ঠিক কটা গান ব্যবহার করা যাবে! মেটা সূত্রে খবর, সংখ্যাটা ২০টি। হ্যাঁ, শুনে অবাক হলেও এটাই সত্যি।