• ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

প্রকাশিত: ২১:১২, ১৪ আগস্ট ২০২৪

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখবেন যেভাবে

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তা সুরক্ষায় চ্যাট লক করার সুবিধা আনছে মেটা। এতে আপনার নির্দিষ্ট চ্যাটগুলো গোপন রাখতে পারবেন।
যে চ্যাটগুলো ব্যক্তিগত সেগুলো আপনি চাইলে লুকিয়ে রাখতে পারেন। অনেকসময় এমন হয় যে অফিসের কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, সেখানে চ্যাট ওপেন রাখলে অন্যরা দেখে নিচ্ছে কার সঙ্গে আপনার কি কথা হচ্ছে। মাঝে মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমন পরিস্থিতিতে পড়তে না চাইলে ব্যক্তিগত চ্যাট লুকিয়ে রাখুন।

দেখে নিন উপায়-

প্রথমে আপনার স্মার্টফোনের হোয়াটসঅ্যাপ ওপেন করুন। যে চ্যাট লুকাতে হবে, সেখান থেকে সার্চ করতে হবে।
মেনু খুলতে চ্যাট অপশনে ক্লিক করে ধরে রাখতে হবে এরপর মেনু থেকে ‘লক চ্যাট’ সিলেক্ট করতে হবে। এরপর ‘কন্টিনিউ’ অপশনে ক্লিক করতে হবে এবং চ্যাট লক করতে নিজেদের আঙুলের ছাপ বা মুখের ছবি দিয়ে নিশ্চিত করতে হবে।
এবার উপরের ডানদিকে কোণে তিনটি বিন্দুতে ক্লিক করুন। এরপর ‘চ্যাট লক সেটিংস’ সিলেক্ট করতে হবে।
‘সিক্রেট কোড’ অপশনে ক্লিক করুন। নিজেদের লক করা চ্যাট ফোল্ডার অ্যাক্সেস করতে আপনার পছন্দমতো কোড লিখুন। এরপর ‘নেক্সট’ অপশনে ক্লিক করতে হবে এবং ‘ডান’ অপশনে ক্লিক করুন।
এবার ‘হাইড লকড চ্যাটস’ এনাবেল করুন, এতে আপনার লক করা চ্যাট ফোল্ডারটি হোয়াটসঅ্যাপ হোম পেজ থেকে হাইড হয়ে যাবে।
এরপর লক করা চ্যাট ফোল্ডার অ্যাক্সেস করতে হোয়াটসঅ্যাপের হোম পেজে সার্চ বার অপশনে গিয়ে নিজেদের ‘সিক্রেট কোড’ এন্টার করুন।