• ২২ অক্টোবর ২০২৪ | ৬ কার্তিক ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

সপ্তাহে একদিন ফোন রিস্টার্ট করুন, কারণ...

প্রকাশিত: ১৪:৩৮, ১৪ আগস্ট ২০২৪

সপ্তাহে একদিন ফোন রিস্টার্ট করুন, কারণ...

সপ্তাহে একদিন ফোন রিস্টার্ট করুন, কারণ...

সপ্তাহে অন্তত একবার স্মার্টফোন ব্যবহারকারীদের ফোন ব বন্ধ বা রিস্টার্ট করার পরামর্শ দিয়েছেন আমেরিকার নিরাপত্তা সংস্থা এনএসএ।
রিস্টার্ট করার ফলে ফোনে থাকা ক্ষতিকর ভাইরাস অচল হয়ে যাবে। পাশাপাশি ফোনে থাকা নিরাপত্তা সিস্টেম বাইপাস করতে পারবে না হ্যাকাররা। এর পাশাপাশি অপারেটিং সিস্টেম সর্বশেষ ভার্সনে আপডেট রাখারও কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

গুচ্ছের অ্যাপে ভরে গিয়েছে স্মার্টফোন। প্রতিদিন অজস্র ওয়েবসাইট, লিঙ্কে ক্লিক করার অভ্যাস কার্যত স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেসবের আড়ালে যে ফোনে জেঁকে বসছে ক্ষতিকর ভাইরাস। আপনার অজান্তেই সমস্ত নিরাপত্তা বাইপাস করে পরিচালনা করছে, ক্ষতিকর সফটওয়্যার। এই সমস্যা থেকে মুক্তি পেতে সম্প্রতি বিশেষ দাওয়াই দিয়েছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি।

এই সংস্থার সাইবার বিশেষজ্ঞদের দাবি, সপ্তাহে অন্তত কিছুদিন ফোন রিস্টার্ট করা উচিত। এর ফলে যে ভাইরাস রয়েছে বা ম্যালিসিয়াস সফটওয়্যার চলছে, তা বন্ধ হয়ে যাবে। হ্যাকিং বা ফিশিংয়ের হাত থেকে বাঁচবেন আপনি। যদিও শুধু রিস্টার্ট করলেই হবে না, তার সঙ্গে আরো কিছু বিষয় মেনে চলতে হবে।