• ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬

প্রকাশিত: ১৫:০৮, ১৭ সেপ্টেম্বর ২০২৪

মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬

মিয়ানমারে ভয়াবহ বন্যায় নিহত ২৩৬

মিয়ানমারে টাইফুন ইয়াগির কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ২৩৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখনো ৭৭ জন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার সরকারি তথ্যের বরাতে এসব জানিয়েছে রাষ্ট্র পরিচালিত সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।
জাতিসংঘের মানবিকবিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) জানিয়েছে, প্রাণহানির সংখ্যা আরো বেশি হতে পারে। 

সোমবার ওসিএইচএ-র পক্ষ থেকে বলা হয়েছে, একাধিক সূত্র জানিয়েছে বন্যায় শত শত মানুষ মারা গেছে এবং বহু নিখোঁজ রয়েছে। বন্যায় ৬ লাখ ৩১ হাজার জন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

চলতি সপ্তাহে সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগি চীন, ভিয়েতনাম, লাওস ও মিয়ানমারে আঘাত হানে। খবরে বলা হয়েছে, মিয়ানমারের অন্তত নয় অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। রাজধানী নেপিডোসহ মান্দালায়, কায়াহ, কায়িন এবং শান রাজ্যেও বন্যা হয়েছে। 

ওসিএইচএ বলছে, জরুরি ভিত্তিতে অঞ্চলগুলোতে খাবার, পানি, মেডিসিন, আশ্রয়, পোশাক দরকার। কিন্তু রাস্তা ও ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ত্রাণ সরবরাহ কঠিন হয়ে দাঁড়িয়েছে।