• ১৮ অক্টোবর ২০২৪ | ৩ কার্তিক ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

হাফ সেঞ্চুরি করলো সাজিন বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ’

প্রকাশিত: ০৯:৪৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪

হাফ সেঞ্চুরি করলো সাজিন বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ’

হাফ সেঞ্চুরি করলো সাজিন বাবুর ‘ঘরের শত্রু বিভীষণ’

ধারাবাহিক নাটক ‘ঘরের শত্রু বিভীষণ’। এনটিভিতে সপ্তাহে তিনদিন রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে। নাটকটি পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। নির্মাতা জানালেন, ধারাবাহিকটি দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। ফলে টিভিতে প্রতি পর্ব প্রচারের পর ইউটিউবেও দর্শকদের সাড়া পাচ্ছেন। 
শফিকুর রহমান শান্তনুর রচনায় ধারাবাহিকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তাঁর সঙ্গে রয়েছেন আরো এক ঝাঁক আর্টিস্ট। তারা হলেন– এনিলা তানজুম, সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, আল মনসুর, সুজাত শিমুল, জয়রাজ, মিলন ভট্টাচার্য্য, রিমি করিম, রোবেনা রেজা জুঁই, শহীদুল্লাহ সবুজ, মিলি মুন্সি, উজ্জল মাহমুদ, আমানুল হক হেলাল। 

নির্মাতা সাজিন আহেমদ বাবুর ভাষ্য, নাটকটি নিয়ে আমি সাড়া পাচ্ছি। পারিবারিক গল্পটাই নানান এঙ্গেলে এতে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটি দর্শক ধারাবাহিকটি দেখার সময় গল্পের মধ্যে নিজেকে ভাবতে পারছেন। গল্পটা দর্শক কানেক্ট করতে পারছেন বলেই হয়তো ৫০ পর্ব পেরিয়ে এসেছি আমরা। আগামীতে গল্পে আরও বাঁক থাকবে।

শ্যামল দত্তের সঙ্গে ২০০৬ সালে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন সাজিন আহমেদ বাবু। ২০০৯ সালে ‘আগে ঘর পরে বর’ নামে একটি নাটক রচনা ও পরিচালনা করেন তিনি। এরপর আব্দুল্লাহ মোহাম্মদ সাদের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেন। এখন পুরোদস্তুর নির্মাতা ও নাট্যকার তিনি। পাশাপাশি লিখছেন বইও। তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য বই হচ্ছে– 

যে মনে কারফিউ, আজ ভুলের জন্মদিন ও এই শহরে কেউ থাকে না।