• ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

ভিসা জটিলতা: বিপাকে ঢাকা-কলকাতার নায়িকারা

প্রকাশিত: ১০:২২, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ভিসা জটিলতা: বিপাকে ঢাকা-কলকাতার নায়িকারা

ভিসা জটিলতা: বিপাকে ঢাকা-কলকাতার নায়িকারা

চলমান পরিস্থিতিতে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে দেশের সম্পর্ক অনেকটাই তলানিতে। চলমান পরিস্থিতির কারণে সীমিত পরিসরে ভিসা দিচ্ছে দুই দেশেই। যার প্রভাব পড়েছে ঢালিউড ও টলিউড ইন্ডাস্ট্রিতে। এপার বাংলা এবং ওপার বাংলার শিল্পীরা কাজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। 
দেশের পরিচিত মুখ তাসনিয়া ফারিণ। টালিউড সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ শিরোনামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। সিনেমার শুটিংয়ের জন্য ফারিণের কলকাতা যাওয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় যেতে পারেননি তিনি। যার ফলে সিনেমাটি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন এ অভিনেত্রী। কলকাতা ও যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা ছিল।দেব ছাড়াও মিঠুন চক্রবর্তীর মতো কিংবদন্তী তারকার সঙ্গেও স্ক্রিনশেয়ার করা হতো তার। 

এ প্রসঙ্গে তাসনিয়া ফারিণ বলেন, নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না।

দেব ও মিঠুন চক্রবর্তী কলকাতার বড় তারকা। তাদের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হওয়ায় আক্ষেপ হচ্ছে ফারিণের। অভিনেত্রী বলেন, আক্ষেপকিছুটা হচ্ছে। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পেতাম। সামনে হয়তো আবার সুযোগ আসবে।

একই কারণে কলকাতা যেতে পারছেন না ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনিও। কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন। ‘ফেলুবকশি’ নামে এ সিনেমা নির্মাণ করেছেন ওপার বাংলার দেবরাজ সিনহা। শুটিং শেষ হলেও এখনো বাকি সিনেমাটির ডাবিং। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।

শুধু বাংলাদেশ নয় জটিলতায় ভুগছেন কলকাতার শিল্পীরাও। বাংলাদেশে আসতে ভিসা জটিলতায় পড়তে হচ্ছে তাদের। ঢাকায় এসে শুটিং করার ওয়ার্ক পারমিটের আবেদনে সাড়া পাচ্ছেন না তারা। এই সেপ্টেম্বরে বাংলাদেশের দুটি সিনেমায় শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল কলকাতার প্রখ্যাত দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও স্বস্তিকা মুখার্জির। কিন্তু তা সম্ভব হয়নি।

আগষ্টের শেষে বা সেপ্টেম্বরের শুরুতে রাশিদ পলাশের পরিচালনায় ‘তরী’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল পশ্চিবমবঙ্গের তারকা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের। কিন্তু সেখানেও ওয়ার্ক পারমিট ও ভিসা সমস্যা বাধ সেধেছে। নির্মাতা রাশিদ পলাশ বলছেন, দুই বাংলার কাজের ক্ষেত্রে কোনো সংকট তৈরি হোক আমরা তা চাই না। আমার মনে হয় খুব দ্রুতই সংকট কেটে যাবে এবং আশা রাখছি কাজটিও ভালো করেই শেষ করতে পারব।

'আলতাবানু জোছনা দেখেনি' সিনেমায় চুক্তিবদ্ধ হন স্বস্তিকা মুখার্জি। পরিচালক হিমু আকরামের পরিচালনায় সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের ১ তারিখ থেকে। এই সিনেমার প্রধান অভিনয়শিল্পী কলকাতার স্বস্তিকার শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ৭ বা ৮ সেপ্টেম্বর থেকে। তবে শুটিং শুরু করা সম্ভব হয়নি।

পরিচালক হিমু আকরাম বলছেন, সেপ্টেম্বরের শুরুতেই শুটিংয়ের পরিকল্পনা রেখেছিলাম। আমাদের সব কিছুই প্রস্তুত, কিন্তু স্বস্তিকা মুখার্জি কলকাতা থেকে ঢাকায় এসে কাজ করবে, ওয়ার্ক পারমিটের আবেদন করে রেখেছি, পাচ্ছি না। ভিসা প্রসেসিংয়েরও একটা জটিলতায় পড়ে গিয়েছি। তাই সিনেমাটি শুরু করা যাচ্ছে না। শুটিং আরও দুই মাস পেছাতে হচ্ছে। ওয়ার্ক পারমিটের অনুমতি কবে পাওয়া যাবে সেটাও জানি না। সিনেমার সব কিছুই চূড়ান্ত হয়ে আছে, সময়মতো শুটিং শুরু না হলে তো একটা ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে।