• ২২ অক্টোবর ২০২৪ | ৬ কার্তিক ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

অপহরণের পর ধর্ষণ, একজনের যাবজ্জীবন

প্রকাশিত: ২১:৩৯, ১৪ আগস্ট ২০২৪

অপহরণের পর ধর্ষণ, একজনের যাবজ্জীবন

অপহরণের পর ধর্ষণ, একজনের যাবজ্জীবন

নীলফামারীতে এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে জাবেদ আলী নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া একই মামলার অন্য ধারায় ওই ব্যক্তিকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (১) এর বিচারক মো. গোলাম সারওয়ার এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বাবু রমেন্দ্রনাথ বর্ধন (বাপ্পি)।

অভিযুক্ত জাবেদ আলীর বাড়ি দিনাজপুর জেলার ঘাশিপাড়া গ্রামে। ভুক্তভোগী শিশুটির বাড়ি নীলফামারী সদর উপজেলায়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ১ সেপ্টেম্বর শিশুটিকে সাইকেল কিনে দেবে বলে ফুসলিয়ে আসামি তার নিজের সাইকেলে তুলে নিয়ে অপহরণ করেন। ওই দিন রাত ৮টার দিকে ভিকটিমের ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করেন জাবেদ আলী। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নীলফামারী থানায় অভিযুক্তকে আসামি করে এজাহার দাখিল করেন। বুধবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।