• ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

গাজীপুরে দাবি মেনে নেয়ায় শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত: ১০:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে দাবি মেনে নেয়ায় শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

গাজীপুরে দাবি মেনে নেয়ায় শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস সেকশনের শ্রমিকরা ৮ দফা দাবিতে রাস্তা অবরোধ করেন। পরে দাবিতে মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করেন তারা।
মঙ্গলবার সকালে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক চক্রবতী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, গত আগস্ট মাসের বকেয়া ছিল। সেই বকেয়া বেতনসহ আরো ৮ দফা দাবিতে চক্রবতী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন শ্রমিকরা। পরে সকার সাড়ে ১০টার দিকে ফ্যাক্টরি কর্তৃপক্ষ শ্রমিকদের ৮ দফা দাবিতে মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করেন।

জানা যায়, বেক্সিমকো লিমিটেডের অধীনে টেক্সটাইল সেকশনে ২ ইউনিট রয়েছে। একটি ইউনিট ঢাকার কাঁচপুরে এবং আরেকটি ইউনিট বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত। টেক্সটাইল মিলস লিমিটেডের শ্রমিকদের আগস্ট মাসের বেতন আগামী ২১-২২ সেপ্টেম্বর পরিশোধের নিমিত্তে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে সমঝোতা করে। কিন্তু গতকাল ১৬ সেপ্টেম্বর টেক্সটাইলস সেকশনের কাঁচপুরের শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়েছে বলে জানা যায়। এ প্রেক্ষিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইল সেকশনের শ্রমিকরা আন্দোলন করেন।