• ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৩ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি

প্রকাশিত: ১০:৪২, ১৬ সেপ্টেম্বর ২০২৪

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি

গত আগস্টের বকেয়া বেতন ও প্রতিমাসের ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছে সাভাএরর বসুন্ধরা গার্মেন্টস লিমিটেড ফ্যাক্টরির শ্রমিকরা।
রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া তাদের এ কর্মসূচি চলে বিকেল ৫টা পর্যন্ত। এ নিয়ে তৃতীয়দিনের মতো কর্মবিরতি পালন করেছেন তারা। এসময় কয়েক শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

গত ১১ সেপ্টেম্বর ৯৫০ জন শ্রমিকের মধ্যে ৪০০ শ্রমিকের বেতন পরিশোধ করা হয়। আর বাকি ৫৫০ জন শ্রমিকের বেতন ফ্যাক্টরি কর্তৃপক্ষ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করার কথা।  তবে শ্রমিকরা বেতন না পাওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করে। 

এদিন বিকেল সাড়ে ৪টার দিকে বাকি শ্রমিকদের বেতন পরিশোধ করে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করা হয়। পরে ৫টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করেন। 

জানা গেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নজরদারি রাখছে শিল্প পুলিশ।