• ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

প্রকাশিত: ১১:০৪, ৮ সেপ্টেম্বর ২০২৪

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান

মাদারীপুরের কালকিনিতে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আড়িয়াল খাঁ নদীর বিভিন্নস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, উপজেলার খাসেরহাটের নিকটবর্তী আড়িয়াল খাঁ নদীর সঙ্গে সংযুক্ত লক্ষ্মীপুর কাঁচিকাটা খাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিনের সরঞ্জামাদি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থলে কাউকে না পেয়ে ওই ড্রেজার মেশিন দুটির ইঞ্জিন বিকল করা হয় এবং দুটি ব্যাটারি জব্দ করা হয়। অভিযানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান অবৈধ বালু উত্তোলনকালীরা।