• ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

আশুলিয়ায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১১:১৫, ৭ সেপ্টেম্বর ২০২৪

আশুলিয়ায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ

আশুলিয়ায় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ

গত ৪ ও ৫ আগস্ট তৎকালীন পুলিশ প্রশাসন ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সহিংসতার প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। 
শুক্রবার দুপুর আড়াইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আশুলিয়া অঞ্চলের উদ্যোগে বাইপাইল মোড়ে এক বিক্ষোভ সমাবেশ (১৫০০ থেকে ১৬০০) অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক ফজলে রাব্বির সভাপতিত্বে সমাবেশে আশুলিয়া থানাধীন বৈষম্য বিরোধী ছাত্র জনতা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বাইপাইল মোড়ের নাম শহিদি চত্বর ঘোষণাপূর্বক প্রত্যেক শহিদি পরিবারকে ৫ লাখ টাকা অনুদান প্রদান ও আশুলিয়া থানার সাবেক ওসি এএফএম সায়েদসহ সব দোষী পুলিশ সদস্যদের বিচারের আওতায় এনে অবিলম্বে বিচার কার্যকর করার দাবি জানান।