• ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১

Shongbad Protikshon || সংবাদ প্রতিক্ষণ

মির্জাপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি, মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ০৯:২৩, ৩ সেপ্টেম্বর ২০২৪

মির্জাপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি, মহাসড়ক অবরোধ

মির্জাপুরে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলাধীন গোড়াই শিল্পাঞ্চলে বেঙ্গল এনএফকে কটন মিলস শ্রমিকরা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ এবং ফ্যাক্টরির সামনে অবস্থান নিয়েছে। 
সোমবার দুপুর দেড়টার দিকে গোড়াই শিল্পাঞ্চলে অবস্থিত বেঙ্গল এনএফকে কটন মিলসের শ্রমিকরা (৫০০ থেকে ৬০০ জন) নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ফ্যাক্টরির সামনে অবস্থান গ্রহণ করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এর ফলে পরিবহনের যাত্রীরা ভীষণ ভোগান্তিতে পড়েন।

এ ঘটনায় বেঙ্গল এনএফকে কর্তৃপক্ষ, স্থানীয় রাজনৈতিক নেতা এবং সেনাবাহিনীর সদস‍্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন‍্য চেষ্টা চালান। একপর্যায়ে শ্রমিকদের দাবি পূরণের বিষয়ে আলোচনা সাপেক্ষে আশ্বাস প্রদান করা হলে দুপুর ২টার দিকে তারা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, সেনা সদস‍্যদের উপস্থিতিতে বেঙ্গল এনএফকে কর্তৃপক্ষ শ্রমিকদের দাবির বিষয়ে আলোচনা চলছে।